০৭ ডিসেম্বর, ২০২৪

এভারটন যেন চেলসি, এবার চাকরি গেল ল্যাম্পার্ডের


ঘন ঘন কোচ ছাঁটাইকে স্বাভাবিক ঘটনা বানিয়ে ফেলেছিলেন চেলসির সাবেক মালিক রোমান আব্রামোভিচ। রুশ এই ধনকুবের ১৯ বছরে ১৩ জন কোচ বরখাস্ত করেন।

একই পথে হাঁটছেন এভারটনের মালিন ফরহাদ মোশিরিও। মোনাকোভিত্তিক ব্রিটিশ-ইরানিয়ান এ ব্যবসায়ী ৭ বছরে ৬ জন কোচ ছাঁটাই করলেন। তাঁর হাতে ছাঁটাই হওয়া সর্বশেষ কোচের নাম ফ্রাঙ্ক ল্যাম্পার্ড।

দায়িত্ব নেওয়ার এক বছরের মাথায় ল্যাম্পার্ডকে কোচের পদ থেকে বরখাস্ত করেছে এভারটন। নতুন কোচ হিসেবে লিডসের সাবেক কোচ মার্সেলো বিয়েলসার নাম শোনা যাচ্ছে। ল্যাম্পার্ডের চাকরি যাওয়ার আওয়াজ কয়েক সপ্তাহ ধরেই শোনা যাচ্ছিল। ৭০ বছর ধরে ইংলিশ প্রিমিয়ার লিগের শীর্ষ স্তরে খেলা এভারটন এখন চ্যাম্পিয়নশিপে নেমে যাওয়ার শঙ্কায়। প্রিমিয়ার লিগে শেষ ১২ ম্যাচের ৯টিতে হেরে পয়েন্ট তালিকার ১৯ নম্বরে নেমে গেছে। দুই মৌসুম মিলিয়ে ল্যাম্পার্ডের অধীন খেলা ৩৮ ম্যাচের মধ্যে জয় মাত্র ৯টি।

সাত দশক পর চ্যাম্পিয়নশিপে নেমে যাওয়ার শঙ্কায় কয়েক সপ্তাহ ধরে সমর্থকেরা বেশ ক্ষুব্ধ হয়ে উঠেছেন। ‘হুমকি থাকা’য় ক্লাবের সিইওসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের কয়েকজন ম্যাচের দিন গুডিসন পার্কেও যাচ্ছিলেন না।

শেষ পর্যন্ত মাঠের ফুটবলের দুরবস্থার কোপটা পড়ল প্রধান কোচ ও তাঁর সহকারীদের ওপর। সোমবার দুপুর থেকেই ল্যাম্পার্ডকে সরিয়ে দেওয়ার গুঞ্জন ওঠে ব্রিটিশ মিডিয়ায়। ক্লাবের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করে বিবৃতি দেওয়া হয় রাতে।ল্যাম্পার্ড ও তার দলকে ধন্যবাদ জানিয়ে বিবৃতিতে লেখা হয়, ‘ক্লাবের প্রতি তাদের দায়বদ্ধতা ও নিবেদন ছিল দলের দৃষ্টান্ত তৈরি করা। কিন্তু সাম্প্রতিক ফল ও লিগে বর্তমান অবস্থানের কারণে কঠিন সিদ্ধান্তটি নিতে হয়েছে।’এরই মধ্যে এভারটন মালিক মোশিরি বিয়েলসার সঙ্গে যোগাযোগ করেছেন বলে জানিয়েছে যুক্তরাজ্যের দ্য এক্সপ্রেস। তবে দায়িত্ব নেবেন কি না স্পষ্ট নয়। এভারটনের সম্ভাব্য কোচের তালিকায় আছেন সাবেক সাউদাম্পটন কোচ রালফ হাসেনহাটলও।
শেষ পর্যন্ত এভারটন ডাগআউটে যিনিই দাঁড়ান, শুরুতেই কঠিন পরীক্ষা দিতে হবে। লিগে এভারটনের পরের ম্যাচ ৪ ফেব্রুয়ারি, প্রতিপক্ষ পয়েন্ট তালিকার শীর্ষে থাকা আর্সেনাল।

author

নিউজ ডেস্ক