১৩ জুলাই, ২০২৫

শিশুর শরীরে কোথাও কেটে গেলে যা করবেন


পড়ে গিয়ে বা ছুরির মতো ধারালো কোনো জিনিসে অনেক সময় শিশুর শরীরের কোথাও কেটে যায়, সে ক্ষেত্রে শিশুকে বাসাতেই ফার্স্ব এইড চিকিৎসা দিতে হবে।

কিছু কিছু ক্ষেত্রে এসব কাটাছেঁড়া সামলে নেওয়া যায় বাসায়ই। কিন্তু গভীর কাটা বা ক্ষত থেকে রক্তপাত বন্ধ না হলে শিশুকে দ্রুত চিকিৎসা দিতে হবে। যেকোনো পরিস্থিতি সামলে ওঠার জন্য বাড়িতেই রাখতে হবে ফার্স্ব এইড বক্স।

এই বক্সে থাকে গজ-ব্যান্ডেজ, তুলা, কাঁচি, জীবাণুনাশক বা অ্যান্টিসেপটিক ও চিমটা ইত্যাদি।

করণীয়

 ক্ষত যদি গভীর হয়, তবে প্রথমেই অ্যাম্বুল্যান্স ডাকতে হবে।

অ্যাম্বুল্যান্স আসার আগে কাটা স্থান পরিষ্কার পানিতে ভালোভাবে ধুয়ে দিতে হবে। পরিষ্কার কাপড় বা গজ-ব্যান্ডেজ দিয়ে শক্তভাবে চেপে ধরতে হবে।

 যদি ব্যান্ডেজ চুইয়ে রক্ত ঝরতে থাকে, তবে এর ওপরে আরো গজ-ব্যান্ডেজ দিয়ে চেপে রাখা।

 কাটা স্থান ওপরের দিকে তুলে রাখা, তাতে রক্ত কম ঝরবে।

যখন রক্তপাত বন্ধ হবে, নতুন ব্যান্ডেজ দিয়ে ওই স্থান মুড়িয়ে দেওয়া।

 রাবার পেঁচিয়ে বেঁধে না দেওয়া।

মেডিক্যাল ব্যবস্থাপনা লাগবে যদি—

 কাটা খুব গভীর ও বেশ ফাঁক হয়ে থাকে

 প্রেসার দেওয়ার পরও রক্ত ঝরা যদি বন্ধ না হয়

 পশু বা মানুষের কামড়ে কেটে গিয়ে থাকে

 অতিরিক্ত রক্তপাতে গজ-ব্যান্ডেজ রক্তে ভিজে যায়

 ফিনকি দিয়ে রক্ত পড়ে এবং না থামানো যায়

 আঙুলের মাথা বা দেহের কিছু অংশ সম্পূর্ণ কেটে যায় (ওই অংশ তাড়াতাড়ি প্লাস্টিক ব্যাগে ঢুকিয়ে বরফের কোনো পাত্রে রেখে হাসপাতালে নিয়ে যেতে হবে)

প্রতিরোধে করণীয়

 শিশুকে নজরে রাখা যাতে টেবিলের কর্নার, দরজার পাল্লায় সে আঘাত না পায়।

 বাইরে খেলার সময় শিশু যেন জুতা পরে নেয়।

 ধারালো ছুরি বা কোনো কিছু নিয়ে শিশু খেলছে কি না তদারক করা।

- পরামর্শ দিয়েছেন

প্রফেসর ডা. প্রণব কুমার চৌধুরী

সাবেক বিভাগীয় প্রধান শিশুস্বাস্থ্য বিভাগ, চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল

author

নিউজ ডেস্ক (৪৮)