১৩ জুলাই, ২০২৫

শীত এলেই কি দাঁত শিরশির করে


পরামর্শ দিয়েছেন ল্যাবএইড ডেন্টাল ক্লিনিক, ধানমন্ডি, ঢাকার ডেন্টাল সার্জন ডা. কাজী রুমানা শারমীন

প্রশ্ন: আমার বয়স ৩০ বছর। শীত এলেই আমার দাঁত শিরশির করে। তবে অন্য সময়ে কোনো সমস্যা হয় না। গরমকালে আইসক্রিম খেলেও কোনো সমস্যা হয় না। ডাক্তারের কাছে যেতে ভয় লাগে। দাঁতের ব্যথা খুবই ভয়ের মনে হয় আমার কাছে। তাই ঘরোয়া কোনো উপায় বলে দিলে সেভাবে চিকিৎসা নিতে পারতাম। দয়া করে জানাবেন।

মিনারুল হক, ফুলতলা, খুলনা।

উত্তর: আবহাওয়ার পরিবর্তনের জন্য সব ধরনের পদার্থেরই যেমন আয়তন বাড়ে ও কমে, ঠিক তেমনি শীতকাল এলে দাঁতেরও সংকোচন হয়। ফলে দাঁতে ছোট ছোট ফাটলের সৃষ্টি হয়। এ জন্য শীতকাল এলে অনেকের দাঁতে শিরশির করে, গরমকালে আবার থাকে না।

অনেক ক্ষেত্রে আবার সাইনুসাইটিসের সমস্যা থাকলে তার প্রেশারে দাঁতের অবস্থানগত পরিবর্তন ঘটে, যার কারণেও এমনটা হতে পারে। এতে ভয় পাওয়ার কিছু নেই, এই সূক্ষ্ম ফাটলের জন্য দাঁতের কোনো সমস্যা হবে না। ভালো মানের কোনো ডিসেনসিটাইজিং পেস্ট শীতকালে ব্যবহার করলে এই সমস্যা থেকে সহজে মুক্তি পাওয়া সম্ভব। তবে সবচেয়ে ভালো হয় কোনো দন্ত চিকিৎসকের কাছে গিয়ে সরাসরি পরামর্শ নিলে।

author

নিউজ ডেস্ক (৪৮)