Loading
ব্যক্তিত্ব আর রুচির বহিঃপ্রকাশ ঘটায় পোশাক। এ ক্ষেত্রে পোশাকের রং বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। কেবল রংটা সুন্দর না হলেই বেশ দামি, ভালো কাপড়ের পোশাকও কখনো কখনো পুরোপুরি সৌন্দর্য প্রকাশ করতে পারে না। তাই পোশাকের রং নির্বাচন করা বেশ গুরুত্বপূর্ণ।
চমৎকার রঙের পোশাক মুহূর্তেই আপনাকে ফ্যাশন সচেতনদের দলে নিয়ে আসতে সক্ষম। পোশাকের রং নির্বাচনের ক্ষেত্রে তিনটি বিষয় মনে রাখতে পারেন―
রং নির্বাচনের ক্ষেত্রে নিজের পছন্দ আর প্রচলিত ফ্যাশনে কোন রং বেশি চলছে এ দুটোর মিশেল ঘটাতে পারলেই কিন্তু বাজিমাত। অর্থাৎ চলমান ফ্যাশন ট্রেন্ডকে সঙ্গে নিয়েই পোশাকের রং নির্বাচন করা বুদ্ধিমানের কাজ হবে।
বরং নিজের ত্বকের সঙ্গে মানাচ্ছে কি না সেটি খেয়াল রাখুন। অনেকেই একটা ভুল করে থাকেন, সেটি হচ্ছে―অমুককে এ রং মানিয়েছে দেখে আপনাকেও মানাবে, এমনটা ভাবা অবান্তর। খেয়াল রাখুন, আপনাকে কোন রং মানাচ্ছে।