দেখতে দেখতে চলে আসছে শীত। অন্য মৌসুমের চেয়ে এই শীত ঋতু হয় অনেকটাই আলাদা। তাই নিতে হয় আমাদের একটু বাড়তি প্রস্ততি। মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত সব কিছুরই প্রতি বেশ মনোযোগী হতে হবে। আর তার সাথে বাড়তি যত্ন নিতে হবে শিশুদের। শীতে প্রকৃতিতে যে পরিবর্তন আসে তার সঙ্গে মানিয়ে নিতে শিশুর একটু কষ্ট হয়। তাই বাবা-মায়ের শিশুর প্রতি বেশি সতর্ক থাকতে হবে। শীত বুঝে পাতলা বা মোটা কাপড় পরাতে হবে। শিশুরা সাধারণত সংবেদনশীল ও নরম ত্বকের অধিকারী। এই সময় শিশুদের ত্বক বেশি রুক্ষ হয়ে যায়। শীতে শিশুর কোমল ত্বকের যত্ন নিতে অবশ্যই ভালো মানের লোশন বা ক্রিম লাগাতে হবে। আপনার শিশুকে পর্যাপ্ত পুষ্টি এবং তার চাহিদা অনুযায়ী উপযুক্ত পণ্য সতর্কতার সাথে ব্যবহার করতে হবে। তাই শিশুর যত্নের জন্য কিছু প্রসাধনী কথা জানাবো।
হেয়ার অয়েল
হেয়ার অয়েল-এ আছে চুল বৃদ্ধি ও চুলের শক্তি যোগাতে প্রয়োজনীয় উপাদান। হেয়ার অয়েল আপনার শিশুর মাথার ত্বকের সুরক্ষা করবে এবং খুশকি ও ফুসকুড়ি থেকে রক্ষা করবে। বিভিন্ন তেলে আছে ভিন্ন ভিন্ন উপাদান ও গুণাগুণ যেমন- Johnson & Johnson Baby Hair Oil-এ আছে তাজা অ্যাভাকাডো এবং প্রো-ভিটামিন Panthenyl Triacetate। Nature’s Baby Organi-এ আছে জৈব ফলের নির্যাস, ক্যমোমিল, জৈব পুস্প বিশেষ, শিয়া বাটার, সানফ্লাওয়ার তেল ও ঘৃত কুমারী। Well’s Almond Baby Hair Oil-এ আছে ভিটামিন ই সমৃদ্ধ বাদাম তেল। এমন কিছু তেলের নাম দেওয়া হলো।
Johnson & Johnson Baby Hair Oil
Nature’s Baby Organic
Well’s Almond Baby Hair Oi
Mother Care Baby Hair Oil
Chicco Baby Hair Oil
Sanosan Baby Hair Oil
Mee-Mee Baby Hair Oil
বডি অয়েল
বডি অয়েল ম্যাসেজ শিশুর হাড়কে মজবুত ও শক্তিশালী করে। বডি অয়েল ম্যাসেজ গরমের সময় একটু কষ্টের ব্যাপার হয়ে যায়। কিন্তু শীতকালে শিশুকে অয়েল ম্যাসেজ অত্যন্ত জরুরী। কারণ অয়েল ম্যাসেজ করার আধা ঘণ্টা পর যদি শিশুকে গোসল করানো হয় তাহলে ঠান্ডাটা গায়ে বসে না আর ঠান্ডাও কম লাগে। বিভিন্ন চর্মরোগ প্রতিরোধ ও ত্বকের শুষ্কতা, রুক্ষতাকে বিদায় করে শিশুর কোমল ত্বককে আরো মসৃণ ও নরম করে তোলে। শিশুর ত্বক উজ্জ্বল করে। এমন কিছু বডি অয়েল-এর নাম দেওয়া হল।
Johnson & Johnson Baby Body Oil
Meril Baby Olive Oil
Himalaya Herbals Baby Massage Oil
Chicco Baby Massage Oil
বেবি শ্যাম্পু
শিশুদের গোসল করার সময়টা তাদের কাছে খুব আনন্দের সময়। প্রত্যেকটা বাচ্চা পানির সংস্পর্শে এসে পানি ও গোসল দুটোই সমানভাবে উপভোগ করতে চায়। কিন্তু এই সময় তার কোমল চোখের কান্নাকাটি কখনোই আমাদের কাম্য নয়। তাই বেবি শ্যাম্পু নিয়ে এসেছে ‘No More Tears’ ফর্মুলা। এই শ্যাম্পু ব্যবহারে শিশুর চোখ জ্বালা করবে না। বেবি শ্যাম্পু কম ক্ষার যুক্ত যার জন্য শিশুর মাথার ত্বকে আলতো করে পরিষ্কার করে এবং চুলকে নরম, সুস্থ ও সিল্কি করে। এমন কিছু শ্যাম্পুর নাম দেওয়া হল।
Johnson & Johnson Baby Shampoo (No More Tears)
Johnson’s Baby Nature Baby Oil (No More Tears)
Meril Baby Shampoo (No More Tears)
Gentle Baby Shampoo
বেবি সোপ বা বেবি ওয়াশ
বডি সোপ হয়ে থাকে সাধারণত ২ ধরনের- একটি বার আকারে এবং অন্যটি তরল। আমি বলব বার সোপ-এর চেয়ে শিশুদের বডি ওয়াশ-টা ব্যবহার অনেকটা সুবিধাজনক। এগুলো কম ক্ষার যুক্ত থাকে এবং অধিক ফেনা করে, যাতে সহজে ত্বকের ময়লা পরিষ্কার হয়ে যায়। বেবি সোপ বা বেবি ওয়াশ-গুলো কখনোই তীব্র গন্ধযুক্ত হয় না, এগুলো সাধারণত মিষ্টি গন্ধযুক্ত হয়। এতে কোনও রকম এলার্জি জাতীয় প্রতিক্রিয়া ছাড়াই শিশুর ত্বকের সুরক্ষা করে। এমন কিছু বডি সোপ বা ওয়াশ-এর নাম দেওয়া হল।
Johnson’s Baby soap
Himalaya’s Gentle Baby Soap
Johnson’s Baby Bath Head To Toe Baby Wash
Johnson Baby Milk Bath
Himalaya’s Gentle Baby Bath
Chicco Baby Moments Gentle Body Wash
বেবি ক্রিম
বেবি ক্রিম শিশুদের অত্যন্ত প্রয়োজনীয় একটি জিনিস। আমরা অনেকেই বডি লোশন-টাই শিশুর মুখে দিয়ে থাকি কিন্তু এটা কখনই ঠিক না। ক্রিমগুলো শুধু মাত্র শিশুদের মুখের কথা চিন্তা করে বানানো হয়ে থাকে। অনেক সময় দেখা যায় শীতকালে শিশুদের গাল ফেঁটে যায়। শিশুর মুখের ত্বক এতটাই কোমল যে শীতের রুক্ষতাকে সহ্য করতে না পেরে, খুব তাড়াতাড়ি ত্বক ফেঁটে যায়। তাই শিশুর মুখের ত্বককে ময়েশ্চারাইজ করতে আছে বিভিন্ন রকম ক্রিম। এমন কিছু বেবি ক্রিম-এর নাম দেওয়া হল।
Johnson’s Baby Cream
Himalaya’s Baby Cream Gentle
Naturals Baby Cream
Sebamed Baby Cream
Aveeno Baby Eczema Therapy Moisturizing Cream
বেবি লোশন
বডি লোশন শীতকালে শীতের রুক্ষতাকে বিদায় জানিয়ে শিশুর ত্বকে লাবন্যময় ও মসৃণ করে তোলে। তাই,শীতে শিশুর বডি লোশন লাগানোটা বড়দের মতই ততটাই গুরুত্বপূর্ণ। বডি লোশন শিশুর ত্বককে আরো কোমল, নরম, ও দীপ্তিময় করে তোলে। লোশনে আছে কিছু ভিন্নতা যেমন -মিল্ক, বাটার, নেচার, স্কিন টাইপ ইত্যদি। এর মধ্যে আপনার বেবির জন্য সঠিক লোশন-টি বাছাই করে নিতে হবে। এমন কিছু বেবি বডি লোশন এর নাম দেওয়া হল।
Johnson’s Baby Body Lotion
Himalaya’s Baby Body Lotion
Meril Baby Lotion
Chicco 500 Body Lotion
Arbonne Baby Care Body Lotion
Burt’s Bees Baby Nourishing Lotion – Original
আশা করি এই শীতে আপনার শিশুর জন্য শীত প্রসাধনী কিনতে আর কোনো অসুবিধা হবে না।