Header Ads

খালেদার শারীরিক অবস্থা নিয়ে যা বললেন হাসপাতালের পরিচালক


বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ফুসফুসের সিটি স্ক্যান করানো হয়েছে। তাঁর নিয়মিত চিকিৎসা ও স্বাস্থ্য পরীক্ষার অংশ হিসেবে গতকাল বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) এ পরীক্ষা করানো হয়। তার আগে দুপুর আড়াইটার দিকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের এফ ব্লকে নেওয়া হয় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে। সেখানে আধা ঘণ্টারও বেশি সময় ধরে তাঁর স্বাস্থ্য পরীক্ষা চলে। 
সিটি স্ক্যান শেষে হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আবদুল্লাহ আল হারুন জানান, এটি বেগম খালেদা জিয়ার নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার অংশ এবং তাঁর স্বাস্থ্যের অবস্থা বর্তমানে স্থিতিশীল রয়েছে। তিনি জানান, তাঁর চিকিৎসার জন্য যে মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে তারা যে ধরনের পরীক্ষা-নিরীক্ষা করাতে চায়— সে ধরনের সব সুবিধা তাদের দেওয়া হবে।

No comments

Powered by Blogger.