Header Ads

বিশ্ববিদ্যালয়ে গুচ্ছভিত্তিক ভর্তি পরীক্ষার পক্ষে রাষ্ট্রপতি

আগামীতে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে গুচ্ছভিত্তিক ভর্তি পরীক্ষা নেওয়ার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। এতে ভর্তিচ্ছুদের সময় ও অর্থ ব্যয় কমবে বলে অভিমত প্রদান করেছেন তিনি।   বৃহস্পতিবার দেশের ৪৫টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেন তিনি। এ সময় উপাচার্যদের এই আহ্বান জানান রাষ্ট্রপতি।  রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন সংবাদ মাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ভর্তিচ্ছু শিক্ষার্থী এবং তাদের অভিভাবকদের দুর্দশা কমাতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে গুচ্ছভিত্তিক ভর্তি পরীক্ষার ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি। প্রসঙ্গত, মেডিকেল কলেজগুলোতে ভর্তির জন্য একটি পরীক্ষায় অংশ নিতে হয়। পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে সেভাবে পরীক্ষা নেওয়ার উদ্যোগ কয়েক বছর আগে নিয়েছিল শিক্ষা মন্ত্রণালয়। কিন্তু স্বায়ত্তশাসিত এসব বিশ্ববিদ্যালয় তাতে সাড়া দেয়নি। এর প্রেক্ষিতেই উপাচার্যদের এই আহ্বান জানালেন রাষ্ট্রপতি।


No comments

Powered by Blogger.