Header Ads

অক্সিজেন ছাড়াই এভারেস্ট জয় চার সেনার!

অক্সিজেন সিলিন্ডার ছাড়াই পৃথিবীর সর্বোচ্চ স্থান এভারেস্টে পৌঁছে গেলেন ভারতীয় সেনার চার সদস্য। তারা হলেন- কুনচক তেন্ডা, দর্জি ভুটিয়া, কালদেন পানজুর ও সোনম ফুনসক। জানা যায়, ১৪ জনের একটি দল সেই অভিযান শুরু করে, যার মধ্যে মাত্র তিনজন ছিলেন পর্বতারোহী। এ দলেই ছিলেন কুনচক তেন্ডা, দর্জি ভুটিয়া, কালদেন পানজুর ও সোনম ফুনসক। ভারতীয় সেনাদেরর তরফ থেকে কর্নেল বিশাল দুবে জানান, মোট ১০ জন অক্সিজেন সিলিন্ডার ছাড়া পর্বতাভিযান শুরু করেন। এ অভিযানের নাম দেওয়া হয় ‘স্নো লাওন এভারেস্ট এক্সপিডিশন ২০১৭’।ইতিহাস গড়ার লক্ষ্যেই এমন দুঃসাহসিক কাজ করার পরিকল্পনা করে ভারতীয় সেনারা। এখন পর্যন্ত অক্সিজেন সিলিন্ডার ছাড়া মোট ১৮৭ জন এভারেস্ট জয় করেছেন বলে জানা গেছে। কিন্তু তারা সবাই একক অভিযাত্রী হিসেবে এই কাজ করেন। এই প্রথমবার কোনও দল এই কীর্তি স্থাপন করল।


No comments

Powered by Blogger.