Header Ads

এবার অভিষেককে স্বামী দাবি তরুণীর!

বলিউড তারকা অভিষেক বচ্চনের স্ত্রী ঐশ্বরিয়া রাই বচ্চন তার মা’, ২৯ বছর বয়সী যুবক সঙ্গীত কুমারের এই বিস্ফোরক দাবি নিয়ে গতকাল দিন সরগরম ছিল বলিউড জগৎ। টুইটার থেকে ফেসবুক সঙ্গীত কুমারকে নিয়ে কম জলঘোলা হয়নি। ‘মা’ ঐশ্বরিয়ার সঙ্গে থাকতে চেয়ে আকুতি করেছেন ২৯ বছর বয়সী ‘ছেলে’। এই খবর ভাইরাল হওয়ার পর নজর এসেছেন জাহ্নবী কাপুর। ১০ বছর আগে এই তরুণীই দাবি করেছিলেন তিনি বচ্চন পরিবারের পুত্রবধূ। ‘অভিষেক বচ্চনের সঙ্গে বিয়ে হয়েছে তার’, এই দাবি নিয়েই সংবাদমাধ্যমের শিরোনামে এসেছিলেন জাহ্নবী। এখানেই শেষ নয়, অভিষেক-ঐশ্বর্যের বিয়ের দিন বচ্চনদের বাড়ির সামনে হাতের শিরা কেটে আত্মহত্যার চেষ্টাও করেছিলেন তিনি।
জাহ্নবী কাপুরের দাবি ছিল, ‘দস’ ছবির সেটে অভিষেক বচ্চনের সঙ্গে আলাপ হয়েছিল তার। ওই ছবির একটি গানে না কি ‘ব্যাকগ্রাউন্ড ডান্সার’ও ছিলেন তিনি। তার বিস্ফোরক দাবি ছিল, ঘনিষ্ঠ কিছু বন্ধুদের সাক্ষী রেখে ঘরোয়া ভাবে অভিষেকের সঙ্গে তার বিয়ে হয়। যদিও, অভিষেকের সঙ্গে বিয়ের কোনও প্রমাণই সাংবাদ মাধ্যমকে দিতে পারেননি জাহ্নবী কাপুর।

No comments

Powered by Blogger.