Header Ads

বিয়ের আগেই হানিমুনে শুভশ্রী

গুঞ্জন ছিল যে ১৮ জানুয়ারি তার বিয়ে হচ্ছে। সেটাও আবার ডেস্টিনেশন ম্যারেজ। শুভশ্রী গোপনে বিয়ে করছেন। আর এ বিষয়ে বিয়ের দিন বিস্তারিত জানা যাবে। জানা গেছে, থাইল্যান্ডে বুধবার 'হনিমুন' ছবির গানের শুটিং করবেন। তবে ইতিমধ্যে তিনি তার বিয়ে প্রসঙ্গে মন্তব্যও করেছেন। ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত সংবাদ থেকে জানা গেছে, শুভশ্রী গণমাধ্যমকে বলেছেন যে সোহমের সাথে পরবর্তী নতুন ছবি 'হনিমুন' এর শুট হবে আগামীকাল। আগামীকালই তো ১৮ জানুয়ারি। ছবি পাঠিয়েছি, সেগুলো যদি দেখেন তবেই বুঝবেন। আশা করছি এ থেকেই বিষয়টি স্পষ্ট হচ্ছে। আর আমার কাজের ব্যস্ততাই সকল ভুল তথ্যের সঠিক উত্তর দিবে। শুভশ্রী 'হনিমুন'-এর গান শুট করার জন্য থাইল্যান্ডে গিয়েছেন। সেখানে তিনি দুধ সাদা শাড়ি ও স্লিভলেস, পিঠ খোলা ব্লাউজে খোলা চুলে এই শীতেও সাগরে রোমান্স করছেন।

No comments

Powered by Blogger.